চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর অক্ষর প্যাটেলকে ডিনার করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন রোহিত শর্মা। তবে ভারত অধিনায়ক সেটি এখনো পালন করেননি। এ নিয়ে তাই খানিকটা আক্ষেপ করলেন অক্ষর!
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন অক্ষর। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যান রোহিত। অক্ষর প্যাটেলের করা সেই ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে সামান্য টার্ন করে বের হয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তানজিদ তামিম। টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে রাহুলের হাতে ধরা পড়েন।
তামিমের বিদায়ের পর উইকেটে আসেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারের কাঁধে তখন পাহাড়সম দায়িত্ব। তবে মুশফিক দায়িত্বহীনতার পরিচয় দেন। নিজের খেলা প্রথম বলেই ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে বল যায় রাহুলের হাতে। গোল্ডেন ডাক খেয়েছেন তিনি।
হ্যাটট্রিক বলটিও একই জায়গায় করেছিলেন অক্ষর। আগের বলের পুনরাবৃত্তি হতে পারতো আরেকবার। তবে রোহিত শর্মার কল্যাণে বেঁচে যান জাকের। তার ব্যাটের কানা ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের হাতে, সহজ ক্যাচ রাখতে পারেননি ভারত অধিনায়ক। ফলে হ্যাটট্রিক বঞ্চিত হন অক্ষর।
তখনই নিজের ভুল বুঝতে পারেন রোহিত। অনেকটাই বিরক্ত হয়ে মাটিতে শুয়ে থাকেন। আর ম্যাচ শেষে ডিনারের প্রতিশ্রুতি দেন অক্ষরকে। ম্যাচের পর পুরস্কার বিতরণীতে রোহিত বলেছিলেন, ‘আমি তাকে (অক্ষর প্যাটেল) আগামীকাল (শনিবার) ডিনার করাব।’
এই ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও অক্ষরকে দেওয়া কথা এখনো পালন করেননি রোহিত। এবার এ নিয়ে মজা করে অক্ষর বলেছেন, ‘আমাদের ছয় দিনের বিরতি আছে এবং পরের পর্বেও (সেমিফাইনাল) উঠেছি। তাই আমার মনে হয়, তার কাছে ডিনারে নিয়ে যাওয়ার দাবিটা তোলার সুযোগ এখন পাব।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ