আইপিএলের আসন্ন আসরের জন্য কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যপিটালস। ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টে প্রথমবার কোচিং করাবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।
দিল্লি কোচিং স্টাফে হেমাং বাদানি (প্রধান কোচ), ম্যাথু মট (সহকারী কোচ), মুনাফ প্যাটেল (বোলিং কোচ) ও ভেনুগোপাল রাওয়ের (ক্রিকেট পরিচালক) সঙ্গে যুক্ত হবেন ৪৪ বছর বয়সী পিটারসেন। পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেওয়ার কথা ইতোমধ্যে নিশ্চিত করেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে দিল্লির জার্সিতে দুই মৌসুম খেলার অভিজ্ঞতা আছে পিটারসেনের। ২০১২ ও ২০১৪ আসরে মোট ১৯টি ম্যাচে তখনকার দিল্লি ডেয়ারডেলিভসের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৪ আসরে দলটির অধিনায়কও ছিলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান। তার নেতৃত্বে টেবিলের তলানিতে থেকে আসরে শেষ করেছিল দিল্লি।
২০১৬ সালে সবশেষ আইপিএলে খেলা পিটারসেন পুরোনো ঠিকানায় নতুন ভূমিকায় ফিরতে পেরে বেশ খুশি। তিনি জানান, “ক্যাপিটালসের মেন্টর হিসেবে নতুন ভূমিকায় পা রাখার এটা রোমাঞ্চকর এক সুযোগ। কোচিং স্টাফে যোগ দিতে, ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং চূড়ান্ত পুরস্কারটি জিততে সম্ভাব্য সবকিছু করতে মুখিয়ে আছি।”
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও দেন পিটারসেন। সব মিলিয়ে আইপিএলে ১৯ ম্যাচে অধিনায়কত্ব করার ও ৩৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। আইপিএল ছাড়া বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন পিটারসেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচ খেলে পাঁচ হাজার ৬৯৫ রান করেছেন তিনি ৩৩.৮৯ গড় ও ১৩৬.৮৯ স্ট্রাইক রেটে। নামের পাশে তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৩৫টি।
আইপিএলে ১৭ মৌসুমে কেবল একবার ফাইনাল খেলতে পেরেছে দিল্লি। এখনও টুর্নামেন্টের শিরোপার স্বাদ না পাওয়া দলটি গত মৌসুমে ষষ্ঠ হয়ে আসর শেষ করে। আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ