টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে দলের বেহাল দশার মধ্যেও উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। এজন্য তিনি সুফল পাচ্ছেন র্যাঙ্কিংয়ে। প্রথমবার ওয়ানডে সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে তাসকিন জায়গা পেয়েছেন সেরা ত্রিশে।
দুই ম্যাচে ২ উইকেট নিয়েই ছয় ধাপ এগিয়েছেন এই ডানহাতি পেসার। ২৯ বছর বয়সী এই বোলার আছেন ৩০ নম্বরে। এর আগে ২০২২ সালে ৩৩তম স্থানে উঠেছিলেন তিনি। যেটি ছিল তার আগের সেরা অবস্থান। তাসকিনের মতোই ৩০তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজও। তবে তার এই অবস্থান আগের চেয়ে ৪ ধাপ নিচে।
অন্যদিকে, ব্যাটারদের র্যাংকিংয়ে পিছিয়ে পড়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক অনেকদিন ফর্মের বাইরে ছিলেন। এমনকি সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠেই নামতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও নিজের প্রথম ম্যাচে রান পাননি এই বাঁহাতি ব্যাটার।
অবশেষে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের দেখা পান শান্ত। ৭৭ রান করেছেন তিনি। ১১০ বলের এই ইনিংসে উন্নতি তো দূরের কথা, র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার অবস্থান এখন ২৭তম স্থানে।
বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমেরও অবনতি হয়েছে। ৯ ধাপ পিছিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন মুশফিক। আর মাহমুদউল্লাহ রিয়াদ ৭ ধাপ পিছিয়ে মুশফিকের ঠিক পরের স্থানে আছেন। তবে ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয় এগিয়েছেন ১৮ ধাপ। উঠে এসেছেন ৬৪তম স্থানে।
বিডি প্রতিদিন/এমআই