হার্শিত রানার বলে ডিপ মিডউইকেটে খুশদিল শাহর ক্যাচ নিলেন বিরাট কোহলি। পাকিস্তান গুটিয়ে গেল ২৪১ রানে। কোহলির রেকর্ড সমৃদ্ধ হলো আরেকটু।
ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড (কিপারদের বাইরে) এখন এককভাবে কোহলির। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে দুইটি ক্যাচ নিয়ে মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে বসেছিলেন তিনি। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে আরও দুইটি ক্যাচ নেওয়ায় তিনি ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে।
৪৭তম ওভারে নাসিম শাহর ক্যাচ নিয়ে আজহারকে টপকে যান কোহলি। শেষ ওভারে খুশদিলের ক্যাচ নেন তিনি। ৩৩২ ইনিংসে ফিল্ডিং করে ১৫৬ ক্যাচ নিয়েছিলেন আজহার। ২৯৬ ইনিংসে কোহলির ক্যাচ হলো ১৫৮টি।
আর দুইটি ক্যাচ নিলে বিশ্ব রেকর্ডের তালিকায় দুই নম্বরে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ৩৭২ ইনিংসে ১৬০ ক্যাচ নিয়ে ক্যারিয়ার শেষ করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক পন্টিং। ৪৪৩ ইনিংসে ২১৮ ক্যাচ নিয়ে চূড়ায় আছেন শ্রীলঙ্কার মাহেলা জায়াওয়ার্দেনে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ