চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিন বড় পরিবর্তন এসেছে ওয়ানডে র্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিংয়ে দুই বিভাগের শীর্ষে এসেছে এই পরিবর্তন। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা। তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের রশিদ খানকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা না থাকলেও তাদের স্পিনার থিকশানা ঠিকই বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে তার পুরস্কার পেয়েছেন তিনি। থিকশানার রেটিং ৬৮০। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের রেটিং ৬৬৯।
এদিকে, বাবর আজমকে পেছনে ফেলে ভারতের ব্যাটার শুবমান গিল ব্যাটিংয়ের এক নম্বর স্থান দখলে নিয়েছেন।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শুবমান গিল ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিতে পেরেছেন। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথেই বাবর আজমকে পেছনে ফেলেছিলেন তিনি।
শীর্ষে থাকা গিলের রেটিং ৭৯৬। বাবর আজম ২৩ রেটিং কম নিয়ে দুইয়ে অবস্থান করছেন। পাকিস্তানি তারকার রেটিং ৭৭৩। তিনে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিডি প্রতিদিন/মুসা