জাতীয় দল নিয়ে আপাতত উত্তেজনা শেষ। ৩১ মার্চ সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের মিশন শেষ হবে বাংলাদেশের। এর মধ্যে এখন শুধু ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ ফুটবল লিগ দীর্ঘ বিরতিতে মাঠে গড়াচ্ছে আজ। ২০ অক্টোবর দুটি করে ম্যাচের পর লিগ বন্ধ ছিল জাতীয় দলের ব্যস্ততার কারণে। আজ লিগের তৃতীয় ম্যাচের যাত্রা। আর তা হবে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। বাংলাদেশের জনপ্রিয় দুই ক্লাব ঢাকা মোহামেডান ও আবাহনী গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে। উভয়ের হোম ভেন্যু কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুপুর ২.৪৫ মিনিটে বল মাঠে গড়াবে। লিগে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্সআপ আবাহনী। অথচ শুরুটা তাদের ভালো হয়নি। দুই ম্যাচে এক ড্র ও এক হারে এক পয়েন্ট সংগ্রহ করেছে লিগে সব চেয়ে বেশি শিরোপা জেতা দুই দল।
আজ কুমিল্লায় যারা জিতবে তারাই লিগে প্রথম জয় পাবে। কে জিতবে মোহামেডান না আবাহনী? নাকি ড্র করে আরও মূল্যবান দুই পয়েন্ট হারাবে তারা। লিগ সবে শুরু হলেও তিন ম্যাচে ৭ বা ৮ পয়েন্ট হারালে বেশ পিছিয়ে যাবে। সমান ১ পয়েন্ট হলেও গোল পার্থক্য ১০ দলের মধ্যে আবাহনী সাত ও মোহামেডানের অবস্থান ৯। ম্যাচে নামার আগে মোহামেডান বেশ সমস্যায় রয়েছে। পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় খেলতে চাচ্ছেন না দলের দেশি-বিদেশি ফুটবলাররা। এখন খেলোয়াড়দের কীভাবে মাঠে নামাবে তা দেখার বিষয়। গত লিগে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল মোহামেডান। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র হয়।
একই দিনে পাঁচবারের চ্যাম্পিয়ন জনপ্রিয় বসুন্ধরা কিংস তাদের তৃতীয় ম্যাচে খেলবে। মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ। দুই ম্যাচে কিংস এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। আরামবাগের অ্যাকাউন্টে ১ পয়েন্ট। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদাস ইউনিয়ন খেলবে ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে। বসুন্ধরা কিংস অ্যারিনায় ফটিস এফসির প্রতিপক্ষ পুলিশ। কিংস ও রহমতগঞ্জের সমান চার পয়েন্ট হলেও গোল পার্থক্য আপাতত শীর্ষে পুরান ঢাকার দলটি। সমান চার পয়েন্ট নিয়ে পিডব্লিউডি তিন ও পুলিশ চারে অবস্থান করছে। ফটিস ও ব্রাদার্সের পয়েন্ট তিন। আগামী বছর ৩ জানুয়ারি প্রথম লেগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।