আর্চার রোমান সানার হাত ধরে আর্চারির বিশ্ব মঞ্চ থেকে বেশ কিছু সাফল্য বাংলাদেশকে উপহার দিয়েছিল আর্চারি ফেডারেশন। সাফল্যের স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে নিয়মিতই অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের আর্চাররা। এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই তাদের সামনে। কাল থেকে শুরু হচ্ছে এশিয়া সেরা হওয়ার লড়াই। এরই মধ্যে বিভিন্ন দলের আর্চাররা ঢাকায় চলে এসেছেন। অনুশীলনও করেছেন অনেকে। বাংলাদেশও অনুশীলন করছে। কেমন হচ্ছে কোচ মার্টিন ফ্রেডরিকের শিষ্যদের প্রস্তুতি? এরই মধ্যে প্রধান এই কোচ জানিয়েছেন, পদক জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবে বাংলাদেশ। গতকাল আর্চারি জাতীয় দলের কোচ মো. নুরে আলমও জানালেন পদক জয়ের সম্ভাবনার কথা। এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ জন আর্চার নিয়ে দল গঠন করেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলে আছেন আবদুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম, মো. রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা। রিকার্ভ মহিলা দলে আছেন সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মনিরা আক্তার। কম্পাউন্ড পুরুষ দলে খেলবেন মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মো. সোহেল রানা। এ ছাড়া কম্পাউন্ড মহিলা দলে আছেন বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার। কোচ নুরে আলম এদের সবাইকে নিয়েই আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের পদক জয়ের দারুণ সম্ভাবনা আছে। অবশ্য অনেক কিছু বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে সময়মতো পারফর্ম করা। চাপ নিয়ন্ত্রণ করতে পারা এবং ভাগ্য। এসব দিক ঠিক থাকলে আমরা বিজয়ী হতে পারব ইনশাআল্লাহ।’ অনুশীলনে রিকার্ভের ছেলেরা ৫৭/৫৮ স্কোর করছেন ৬০-এর মধ্যে। এমনকি পারফেক্ট ৬০ স্কোরও করছেন। মেয়েরা ৫৪/৫৫ স্কোর করছেন। রিকার্ভে অবশ্য মেয়েদের চেয়ে ছেলেদের সম্ভাবনা অনেক বেশি। কম্পাউন্ডে মেয়েদের সম্ভাবনা বেশি দেখছেন নুরে আলম।
কাল থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। প্রথমেই প্রিলিমিনারি রাউন্ড। এরপর ঠিক হবে নকআউটের প্রতিপক্ষ। শুরুর দিকে অনুশীলনের পয়েন্টটা ধরে রাখতে পারলেই সাফল্য আসবে বলে মনে করেন নুরে আলম। তবে ফাইনাল খেলতে পারলে সেখানে আরও ভালো করতে হবে জয়ের জন্য। আর্চারিতে বাংলাদেশ যেন সফল হতে পারে এজন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন জাতীয় দলের কোচ নুরে আলম।