এশিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা আগেই অতিক্রম করেছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়া। এবার তাদের সঙ্গে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সৌদি আরব ও কাতার। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব অতিক্রম করেছে কাতার। ২০২২ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলেছে তারা। এবার বাছাইপর্বের বাধা অতিক্রম করেই বিশ্বকাপে খেলবে দলটা। বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ওমানের সঙ্গে ড্র করলেও আরব আমিরাতকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষস্থান অর্জন করে কাতার। গতবার নিজ দেশে বিশ্বকাপ খেললেও কোনো ম্যাচেই জয়
পায়নি তারা। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে কী নতুন কিছু করে দেখাতে পারবে এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা টানা তৃতীয়বারের মতো পাড়ি দিয়েছে সৌদি আরব। সবমিলে এটা সৌদি
আরবের সপ্তম বিশ্বকাপ। মঙ্গলবার ইরাকের সঙ্গে গোল শূন্য ড্র করেই গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছে তারা।