ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের বাধা সবার আগে পাড়ি দিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইংলিশরা। হ্যারি কেইন দুটি গোল করেছেন। এ ছাড়াও একটি করে গোল করেন গর্ডন ও ইবেরেচি। লাটভিয়ার মাকসিমস একটি আত্মঘাতী গোল করে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে কে গ্রুপে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের চূড়ান্ত পর্বও নিশ্চিত করে ইংল্যান্ড। ১৯৯৪ সালের পর থেকে টানা বিশ্বকাপ খেলছে ইংলিশরা। ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বের বাধা পাড়ি দেওয়ার পথে আছে স্পেন ও পর্তুগালও।
ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। মঙ্গলবার তারা ২-২ গোলে ড্র করেছে হাঙ্গেরির সঙ্গে। ম্যাচে রোনালদো দুটি গোল করেন। এই ডাবলেই দারুণ এক রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল সংখ্যা ৪১টি। ৩৯ গোল নিয়ে দুইয়ে নেমে গেছেন গুয়াতেমালার কার্লোস রুইজ। রোনালদোর রেকর্ডের পরও বিশ্বকাপের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগালকে। এফ গ্রুপে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আরও একটা ম্যাচ জয় করতে হবে পর্তুগিজদের। ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দুই নম্বরে আছে হাঙ্গেরি। এদিকে ই গ্রুপের ম্যাচে স্পেন মঙ্গলবার ৪-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। স্পেনের পক্ষে দুটি গোল করেন মাইকেল মেরিনো। এ ছাড়াও মাইকেল ওয়ারজাবাল একটি গোল করেন। বুলগেরিয়ার চেরনেভ আত্মঘাতী গোল করে স্পেনের জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে ই গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত করবে স্প্যানিশরা।