গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) বাস্তবায়ন' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কর্মশালাটি বুধবার আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এ কর্মশালার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (Bangladesh National Qualifications Framework-BNQF) সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান এবং এটি কীভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া। একই সাথে কর্মশালাটি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং একাডেমিক স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং অ্যাক্রেডিটেশনের পরিচালক, প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। প্রশিক্ষণে কী-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য প্রফেসর ড. এস. এম কবীর।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন গাকৃবির অনুষদীয় ডিনবৃন্দ, প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটি এবং অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যবৃন্দ। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, যিনি স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য, তাৎপর্য এবং আইকিউএসি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য রাখেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে ড. এস এম কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তার উপস্থাপনায় বিএনকিউএফ'র স্তরভিত্তিক কাঠামো, কার্যকর বাস্তবায়ন প্রক্রিয়া এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) অর্জনে প্রয়োজনীয় ধাপসমূহ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। অন্যদিকে ড. এম. ময়নুল হক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনকিউএফ বাস্তবায়নের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণধর্মী তথ্য তুলে ধরেন। এরপর একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিএনকিউএফ এবং অ্যাক্রেডিটেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের নিকট থেকে দিকনির্দেশনা গ্রহণ করেন। শেষ পর্বে ভাইস-চ্যান্সেলরের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/এমআই