চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বুধবার তৃতীয় দিনের মতো তারা এ কর্মবিরতি পালন করেন। বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।
যারা বিদ্যালয়ে এসেছিল তারাও বিভিন্ন খেলাধুলা করে সময় কাটিয়েছে। শিক্ষার্থীরা জানায়, স্কুলে গেলেও স্যাররা কোনো ক্লাস নিচ্ছেন না।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি পালন করছি।
বিডি প্রতিদিন/এএম