দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলের সি গ্রুপে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার তারা ৩-০ গোলে হারিয়েছে রুয়ান্ডাকে। ২০১০ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন পর অবশেষে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল দলটা।
আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আইভরি কোস্ট ও সেনেগালও। মঙ্গলবার আইভরি কোস্ট ৩-০ গোলে হারিয়েছে কেনিয়াকে। এ জয়ে এফ গ্রুপে ২৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করেছে আইভরিয়ানরা। ২০১৪ সালের পর প্রথমবারের মতো আইভরি কোস্ট বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল।
সেনেগাল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করল। মঙ্গলবার তারা ৪-০ গোলে হারিয়েছে মৌরিতানিয়াকে। এ জয়ে বি গ্রুপে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ আগেই নিশ্চিত করেছে মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা ও কেপ ভার্দে।