পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা ও সমৃদ্ধি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গাজা শান্তি সম্মেলন শেষে দেশে ফেরার পর সামাজিক মাধ্যমের ওই বিবৃতি শেহবাজ শরিফ বলেন, ইনশাআল্লাহ, ১৯৬৭ সালের আগের সীমান্তরেখা অনুযায়ী এবং আল-কুদস আল-শরিফকে রাজধানী ঘোষণা করে একটি শক্তিশালী ও টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির মূলভিত্তি ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সবচেয়ে জরুরি অগ্রাধিকার হলো গাজা ভূখণ্ডে ইসরায়েলের পরিচালিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন, গাজায় রক্তপাত বন্ধ করার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন।
বিডি-প্রতিদিন/শআ