বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে টানা ছয় ম্যাচ খেলার পর তাকে জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন রশিদ।
বুধবার (৯ অক্টোবর) জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশ সফরের পর টানা খেলার ধকল মাথায় রেখে রশিদকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিকে ঘরোয়া লাল বলের ক্রিকেটে পারফর্ম করে ডাক পেয়েছেন ডানহাতি পেসার জিয়াউর রাহমান, বাঁহাতি স্পিনার শারাফউদ্দিন আশরাফ এবং লেগ স্পিনার খালিল গুরবাজ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পাওয়া অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ এখনও সেরে উঠেননি। ফলে তাকে রাখা হয়নি টেস্ট দলে।
ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শাহিদউল্লাহকে টেস্ট ও টি-টোয়েন্টি—দুই দলেই রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে খেলা বাঁহাতি পেসার বশির আহমাদ আছেন উভয় স্কোয়াডে।
হারারেতে আগামী ২০ অক্টোবর শুরু হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বে দলটিতে রয়েছেন ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি সিরিজে আবারও দলের নেতৃত্বে ফিরছেন রাশিদ খান। তার ডেপুটি হিসেবে থাকবেন ইব্রাহিম জাদরান। দলে ফিরেছেন তরুণ এজাজ আহমাদ আহমাদজাই। অভিজ্ঞদের মধ্যে আছেন মোহাম্মদ নাবি, আজমাতউল্লাহ ওমারজাই, মুজিব উর রাহমান এবং নুর আহমাদ।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারেতে। সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ২ নভেম্বর।
আফগানিস্তান টেস্ট দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শাহিদউল্লাহ, ইসমাত আলম, শারাফউদ্দিন আশরাফ, জিয়াউর রাহমান আকবর, ইয়ামিন আহমাদজাই, জিয়া উর রাহমান শারিফি, খালিল গুরবাজ, বাশির আহমাদ।
রিজার্ভ: ইব্রাহিম আব্দুল রাহিমজাই, সেদিকউল্লাহ আতাল, শামস উর রাহমান।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ, এজাজ আহমাদ আহমাদজাই, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রাহমান, বাশির আহমাদ, ফারিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই।
রিজার্ভ: এএম গাজানফার, ফারিদুন দাউদজাই।
বিডি প্রতিদিন/মুসা