পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ ঘোষণা দিয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তালেবানের অনুরোধে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য উভয়পক্ষের পারস্পরিক সম্মতিতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, “এই সময়ের মধ্যে, উভয় পক্ষ গঠনমূলক আলোচনার মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।”
বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় ১৫ থেকে ২০ জন তালেবান সেনা নিহত হয়েছে।
এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ