আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা প্রতিযোগিতা। বিশ্ব দাবা সংস্থা ফিদে তরুণ দাবাড়ুদের এ দাবার আসরের আয়োজক। বাংলাদেশ দাবা ফেডারেশন মনোনীত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের খুদে দাবাড়ুরা হলো অনূর্ধ্ব-৮ জাতীয় যুব চ্যাম্পিয়ন আজান মাহমুদ; অনূর্ধ্ব-১২ চ্যাম্পিয়ন সাফায়াত কিবরিয়া আজান, অনূর্ধ্ব ১২ (বালিকা) চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা।
উল্লেখ্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ মো. শামসুল আলম, পিএসসি ( অব.) বলেন, শুধু নিজ প্রতিষ্ঠান নয় বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করাটা গৌরবের এবং সেই সঙ্গে সফলতা বয়ে আনতে পারলে দেশের সুনাম অর্জিত হবে। এজন্য স্কুল কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে পাশে থাকবে। খেলোয়াড়রা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।