সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা-সিলেট ম্যাচের প্রথম দিন বাধাগ্রস্ত হয় বৃষ্টিতে। বন্ধ হওয়ার আগে ঢাকার পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ছিলেন ৩৬ রানে। গতকাল দ্বিতীয় দিনে তিন অঙ্কের ইনিংস খেলতে ভুল করেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা মাহিদুল। এবার সিলেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে খেলেছেন ১২২ রানের ইনিংস। ইনিংসটি খেলেন ২৭২ বলে ১৩ চারে। মাহিদুলের সেঞ্চুরিতে ঢাকা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩১০ রান। সিলেট দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৩৩ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা-রাজশাহী ম্যাচে রান করতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। পুনরায় টেস্ট নেতৃত্ব পাওয়া নাজমুল আউট হয়েছেন মাত্র ২ রানে। জাতীয় ক্রিকেটের ২৭তম আসরে দুই দলের ম্যাচটির ফল হওয়া এখন সময়সাপেক্ষ বিষয়। খুলনার প্রথম ইনিংসে ১২১ রানের জবাবে রাজশাহীর সংগ্রহ ২৬৮ রান। ১৪৭ রানে পিছিয়ে থেকে খুলনা গতকাল দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৬৮ রান তুলে। আজ ৭৯ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে খুলনা। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল হক। আউট হয়েছেন ৯২ রানে। তার সেঞ্চুরি মিসে প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৩৫৮ রান। জবাবে ২ উইকেটে ১১৫ রান তুলেছে বরিশাল। কক্সবাজার স্টেডিয়ামে আরেক ম্যাচে ময়মনসিংহের পক্ষে তৃতীয় সেঞ্চুরি করেছেন আবদুল মজিদ। জাতীয় ক্রিকেটে এবারই অভিষেক হয়েছে ময়মনসিংহের। রংপুরের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচের প্রথম দিন ময়মনসিংহের পক্ষে সেঞ্চুরি করেছিলেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মাহাফিজুল ইসলাম। গতকাল মজিদ অপরাজিত ছিলেন ১১৯ রানে। আগের দিন অপরাজিত ছিলেন ৮ রানে। তিন সেঞ্চুরি এবং অধিনায়ক শুভাগত হোমের ৬৫ ও আবু হায়দার রনির অপরাজিত ৬০ রানে ভর করে ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। মজিদ ১১৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায়। জবাবে ২ উইকেটে ১৮ রানে দিন পার করেছে রংপুর। দ্বিতীয় রাউন্ডের খেলায় দ্বিতীয় দিন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৫টি। প্রথম দিন ৩টি ও গতকাল ২টি। জাতীয় ক্রিকেটের এটা দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। আট দলের আসরে প্রথম রাউন্ডে জয় পেয়েছিল চট্টগ্রাম ও খুলনা।
শিরোনাম
- সিএনজির বোতলে মদ পাচার, জব্দ করলো বিজিবি
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয় : বৃহত্তর সুন্নী জোট
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীতে উদ্ধার
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- ৪ দফতরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
- ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
- তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে বলল সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
প্রকাশ:
০০:০০, সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫
আপডেট:
০২:৩৭, সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫
মাহিদুল ও মজিদের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর