ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র পাঁচটি। ওয়ানডে ৪৪টি। টি-২০ ফরম্যাটে খেলেননি। আকরাম খান, বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার। ১৯৯৭ সালে তার অপরাজিত ৬৪ রানে ভর করে নেদারল্যান্ডসকে হারিয়েছিল বাংলাদেশ। ওই জয়ে নিশ্চিত হয়েছিল ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ। ওই ইনিংসটি যে কোনো ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা ইনিংস। টাইগারদের পরিচিত প্রতিপক্ষ টিউলিপের দেশ নেদারল্যান্ডস। দুই দল ওয়ানডে এবং টি-২০ খেলেছে পরস্পরের বিপক্ষে। আইসিসি সহযোগী দেশটি তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে এখন সিলেটে। আজ, ১ ও ৩ সেপ্টেম্বর ম্যাচ তিনটি খেলবে। দলটির বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিচ্ছে লিটন বাহিনী। আকরাম খান এ সিরিজটিকে টাইগারদের প্রস্তুতিতে যথেষ্ট সহায়তা করবে বলেন, ‘টি-২০ ক্রিকেটে যে কোনো দলেরই জয়ের সম্ভাবনা থাকে। হাতেগোনা ২-৩টি ছাড়া দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি সহায়তা করবে লিটনদের। দলটির বিপক্ষে আমরা পরিষ্কার ফেবারিট। তারপরও জিততে হলে আমাদের ক্রিকেটারদের সাবলীল ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে টপ অর্ডারকে ধারাবাহিক হতে হবে।’ ডাচ বাহিনীর বিপক্ষে টি-২০ সিরিজ শেষ করে ৬ সেপ্টেম্বর মরুরাজ্য আরব আমিরাতে উড়ে যাবে লিটন বাহিনী। আবুধাবিতে ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। গ্রুপের শীর্ষ দুই দল গ্রুপ ফোরে খেলবে। টি-২০ এশিয়া কাপে টাইগাররা অংশ নেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। টি-২০ ক্রিকেটে নিজেদের দিনে যে কেউ ভালো করতে পারে জেনেও সাবেক অধিনায়ক আকরাম মনে করেন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেও পারে। তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে সাফল্য পেতে ১, ২ ও ৩ নম্বর ব্যাটারদের যে কোনো একজনকে লম্বা ইনিংস খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব। এর আগে তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার সম্ভাবনা দেখছি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে লিটনরা আত্মবিশ্বাসী। এখন শুধু ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিশেষ করে লিটনকে আরও দায়িত্বশীল হতে হবে।’
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য