প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত। ইংল্যান্ড সফরে পাওয়া চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন এই তারকা ক্রিকেটার।
গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ের সময় একটি ফুল লেংথ বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে মারাত্মক চোট পান পান্ত। কষ্টে কেডস খুলে দেখা যায় পা ফুলে গেছে এবং রক্ত জমাট বেঁধেছে। ব্যথায় কাতর পান্তকে মাঠ ছাড়তে হয়েছিল গল্ফ কার্টে করে। পরে স্ক্যানে ধরা পড়ে তার পায়ে চিড়।
এই চোটের পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাকে। অবশেষে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স থেকে ছাড়পত্র পাওয়ার পর ফেরার জন্য তৈরি হয়েছেন পান্ত।
আগামী ৩০ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু ৬ নভেম্বর একই ভেন্যুতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল—১৩, ১৬ ও ১৯ নভেম্বর।
এই সিরিজ পান্তের জন্য বড় সুযোগ জাতীয় দলে ফেরার। কারণ, নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু প্রথম টেস্ট, ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। ‘এ’ দলের সিরিজে ভালো করলে আবারো টেস্ট দলে জায়গা করে নিতে পারেন তিনি।
এখন পর্যন্ত ভারতের হয়ে ৪৭টি টেস্ট খেলে ৩,৪২৭ রান করেছেন রিশাভ পান্ত। ৪৪.৫০ গড়ে রান তোলা এই বাঁহাতি ব্যাটার করেছেন ৮টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি।
বিডি প্রতিদিন/মুসা