নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন ও পূর্ব থানা এলাকায় গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদের নেতৃত্বে এর আয়োজন করা হয়।
সরকার জাবেদ আহমেদ টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ