হামজা চৌধুরীকে রেখেই ২৪ জনের প্রাথমিক দল ঠিক করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। হামজা থাকলেও দলে নেই কানাডা প্রবাসী সামিত সোম। বসুন্ধরা কিংসের ১০ জন এবং আবাহনীর পাঁচজন ফুটবলার এ তালিকায় থাকতে পারেন। অবশ্য এখনো তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গতকাল জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে কেবল পাঁচজন ফুটবলার যোগ দিয়েছেন। অধিনায়ক জামাল ভূইয়া আজ ক্যাম্পে নাম লেখাতে পারেন। ব্যক্তিগত কারণে তিনি প্রথম দিন ক্যাম্পে আসতে পারেননি বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
গতকাল মিডিয়ার মুখোমুখি হয়ে আমের খান বলেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। ইতোমধ্যে তার ক্লাব লিস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’
জাতীয় দল কোনো ফুটবলারকে চাইলে চুক্তি অনুযায়ী ক্লাবগুলো সেই ফুটবলারকে ছাড়তে বাধ্য। তবে অনেক সময় আলোচনার মাধ্যমে দুই পক্ষ একমত হয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা। ৬ ও ৯ সেপ্টেম্বরের ম্যাচ দুটিকে সামনে রেখেই আপাতত প্রস্তুতি শুরু করবেন ফুটবলাররা। বসুন্ধরা কিংস ও আবাহনীর ফুটবলাররা ক্যাম্পে যোগ দিলে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে। তার আগে জিমে নিজেদের ফিটনেস নিয়েই কাজ করবেন ফুটবলাররা।
সামিত সোমকে নিয়ে আমের খান বলেন, ‘সামিত সোমের ক্লাবকেও চিঠি দেওয়া হয়েছে। আসলে ওই সময়ে খেলা আছে তার ক্লাবের। তারা ছাড়বে না। সেজন্য ২৪ জনের দলে রাখা হয়নি।’ হামজাকে দলে রাখলেও তাকে পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। আমের খান বলছেন, ‘আমরা আশা ছাড়িনি। যেহেতু পাওয়া যেতে পারে এমন সম্ভাবনা আছে।’