দিন কয়েক আগে বার্সেলোনায় নাম লিখিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। অভিষিক্তও হয়েছেন তিনি। জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে ৩৩ মিনিট খেলেছেন র্যাশফোর্ড। এ ম্যাচের পর বার্সেলোনা অভিনন্দন জানিয়েছে ইংলিশ ফুটবলারকে। র্যাশফোর্ড নিজেও মুগ্ধ হয়েছেন এ ক্লাবে খেলায়। তিনি কোচ হ্যান্সি ফ্লিকের কৌশলে অভিভূত। র্যাশফোর্ড বলেন, ‘আমি বিশ্বাস করি হ্যান্সি ফ্লিক আমাকে আরও ভালো ফুটবল খেলতে সাহায্য করবেন।’
বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলে সন্তুষ্ট ইংলিশ এ ফুটবলার। এবার সামনের ম্যাচগুলোতেও ভালো খেলা উপহার দিতে চান।