অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর নিয়মিত অনেককেই বিশ্রাম দেয় দক্ষিণ আফ্রিকা। ফলে বিশ্বচ্যাম্পিয়নরা তারকাদের ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায়। গতকাল বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৩৬ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। এ জয়ের মধ্য দিয়ে নিজেদের ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম টানা ১০ ম্যাচ জিতল প্রোটিয়ারা। এর আগে ২০০২ সালের মার্চ থেকে ২০০৩ সালের মে পর্যন্ত টানা ৯ টেস্ট জেতে তারা। টানা টেস্ট জয়ের দুই অঙ্কের কীর্তি আছে কেবল দুটি দলের। ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের টানা ১১ জয় এবং অস্ট্রেলিয়ার ১৯৯৯-২০০১ সাল ও ২০০৬-২০০৮ সাল পর্যন্ত দুবার টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড রয়েছে। বুলাওয়েতে প্রোটিয়াদের নেতৃত্ব দেন উইয়ান মুল্ডার। নেতৃত্বের অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করে ৩৩৪ বলে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুল্ডার; যা প্রায় দেড় শ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নেতৃত্বের অভিষেকে এমন কীর্তি। দুই ইনিংস মিলিয়ে মুল্ডারের চেয়ে একটু বেশি রান করতে পেরেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৭০ রানের পর মঙ্গলবার ২২০ রানে গুটিয়ে গেছে তারা। মুল্ডারের ট্রিপল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে।