বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাক্রিডিটেশন স্কিমের অধীনে এলো ২৮৫ একাডেমি। এর মধ্যে ২৬৮টি একাডেমি ওয়ান স্টার এবং ১৭টি একাডেমি টু স্টার। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ফুটবল একাডেমিগুলোর মধ্যে যেগুলো নির্ধারিত মানদন্ড পূরণ করেছে কেবল তারাই এ নিবন্ধন পেয়েছে। গতকাল রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত একাডেমির মধ্যে সনদ বিতরণ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কার্যনির্বাহী সদস্য শাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান হিলটনও উপস্থিত ছিলেন। ২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে। সে বছর ৭৮টি একাডেমিকে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এ নিবন্ধিত একাডেমিগুলোকে নিয়ে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে ২০২৩-২৪ মৌসুমে।