দীর্ঘ ৪৮ দিন পর বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে আজ। ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের ম্যাচের পর এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি, জাতীয় দলের ম্যাচ ও ঈদের জন্য লিগ বন্ধ ছিল। দীর্ঘ ৪৭ দিন লিগ বন্ধের ঘটনা আগে কখনো ঘটেনি। যাক, সবকিছু কাটিয়ে ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাকর এ আসর ফের শুরু হচ্ছে। ১০ দলের অংশ নেওয়া লিগের ১১তম রাউন্ড অনুষ্ঠিত হবে আজ। দুটি ম্যাচ হবে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে মুখোমুখি ইয়ংমেন্স ফকিরেরপুল ও বাংলাদেশ পুলিশ এফসি। আগামীকালই ১১তম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। শীর্ষে থাকা ঢাকা মোহামেডান বসুন্ধরা কিংস অ্যারিনায় অ্যাওয়ে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলে ৩-এ থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে। ২-এ থাকা ঢাকা আবাহনীও আগামীকাল মাঠে নামছে। গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে তারা অ্যাওয়ে ম্যাচে লড়বে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি খেলবে মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এক দিনে ছয় ক্লাবের তিন লড়াই হলেও ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে কিংস অ্যারিনার দিকে। শিরোপার পথে এগিয়ে মোহামেডানের কাছে যেমন ম্যাচের গুরুত্ব অনেক। তেমন ডাবল হ্যাটট্রিক চ্যাম্পিয়নের আশা জাগিয়ে রাখতে কিংসের জন্য বাঁচা-মরার লড়াই। প্রতিপক্ষ দুর্বল ওয়ান্ডারার্স বলেই কাল ঢাকা আবাহনীর জয়ের সম্ভাবনা বেশি। অবশ্য ছোট দল মাঝেমধ্যে বড়দের কাঁপিয়েও ছাড়ে। কী ঘটবে তা শুধু অপেক্ষা। দলের শক্তি বাড়াতে প্রায় প্রতিটি ক্লাবই নতুন বিদেশি অন্তর্ভুক্ত করে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আজ পুনরায় লিগ শুরু হওয়ার পর আর কোনো বন্ধ নেই। অবশ্য প্রাকৃতিক দুর্যোগ দেখা গেলে ভিন্ন কথা। ১৮তম রাউন্ডের মধ্যে নির্ধারিত হবে শিরোপা।
এবার লিগে কে চ্যাম্পিয়ন হবে? নতুন না পুরোনো ক্লাব? বিস্ময়কর হলেও সত্যিই, ১৯৪৮ সালে শুরু হওয়ার পর যাদের সর্বোচ্চ ১৯ বার লিগ জেতার রেকর্ড রয়েছে, সেই মোহামেডানও নতুনদের তালিকায় পড়ে গেছে। কেননা, এখন পর্যন্ত ঐতিহ্যবাহী ক্লাবটি পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার হলে তা হবে এ লিগে প্রথম চ্যাম্পিয়ন। অন্যদিকে ঢাকা আবাহনী ছয়বার ও বসুন্ধরা কিংস ইতিহাস গড়ে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র একবার চ্যাম্পিয়ন হলেও তারা এবার লিগে খেলছে না। লিগ এখনো আট রাউন্ড বাকি। ২৪ পয়েন্টের মধ্যে যারাই সর্বোচ্চ পয়েন্ট পাবে তারাই স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন হবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা মোহামেডান। ১০ ম্যাচে তারা সর্বোচ্চ ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। ঢাকা আবাহনী ২৩ ও বসুন্ধরা কিংসের সংগ্রহ ২০ পয়েন্ট। এ তিন দলের মধ্যে শিরোপার লড়াই হবে। এর বাইরে হলে তা হবে বড় অঘটন।
শিরোপাপ্রত্যাশী তিন দলই নতুন বিদেশি এনে শক্তি বাড়িয়েছে। প্রথম লেগে বিদেশি ছাড়াই আবাহনী দ্বিতীয় স্থানে ছিল এটাই তাদের বড় কৃতিত্ব। ১১তম রাউন্ডে দলে নতুন দুই বিদেশি দেখা যাবে। অন্যদিকে মোহামেডান ও বসুন্ধরা কিংসে চার বিদেশি খেলবেন। ২৯ মে লিগের পর্দা নামবে। সেদিনই মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা শেষ ম্যাচ খেলবে। তার আগেই শিরোপা নির্ধারণ হবে কি না দেখার বিষয়। তিন দলের বাইরে শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে তারা ভোগাতে পারে। এ ক্ষেত্রে রহমতগঞ্জ, ব্রাদার্স, ফর্টিস ও পুলিশের নাম উল্লেখ করা যেতে পারে। এরাও নতুন বিদেশি এনে দলের শক্তি বাড়িয়েছে।