ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে ফের কর্মব্যস্ত জীবন শুরু হচ্ছে। ঈদের ব্যস্ততা শেষে ফের ব্যস্ত হচ্ছে ক্রীড়াঙ্গন। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আগামীকাল। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটের বাকি আছে তিন রাউন্ড। অষ্টম রাউন্ড শেষ। আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ১২ পয়েন্ট নিয়েও রানরেটে দুই ও তিনে গাজী ক্রিকেটার্স এবং মোহামেডান। চার ও পাঁচে প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের পয়েন্ট ১০। রানরেটে প্রাইম ব্যাংক এগিয়ে এই পাঁচ দলের সুপার লিগ প্রায় নিশ্চিত। ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নিতে লড়াই করছে লেজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব। দুই দলেরই পয়েন্ট সমান ৮। রানরেটে এগিয়ে রূপগঞ্জ। রেলিগেশনের জন্য লড়াই করছে শাইনপুকুর, রূপগঞ্জ ক্রিকেটার্স, পারটেক্স, ব্রাদার্স ইউনিয়ন ও ধানমন্ডি ক্লাব। তলানি থেকে শেষ পাঁচ দলের পয়েন্ট যথাক্রমে ২, ৩, ৪, ৫ ও ৬। আগামীকাল শুরু প্রিমিয়ার ক্রিকেটের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। বিকেএসপিতে লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলার সময় হার্ট অ্যাটাক করে তামিমের। এরপর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে একটি রিং লাগানো হয় তার আর্টারিতে। তামিম না খেললে লিগে মোহামেডানকে নেতৃত্ব দেবেন কে? দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটার। শোনা যাচ্ছে, যে ক্রিকেটার সুপার লিগের পুরোটা খেলতে পারবেন, তাকেই নেতৃত্ব দেওয়া হবে। এক্ষেত্রে এগিয়ে তাওহিদ হৃদয়।
শিরোনাম
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
কাল থেকে প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর