ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে দেশে পৌঁছতে পারেনি বাংলাদেশের যুবারা। আবহাওয়া অস্বাভাবিক থাকায় তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা ফিরে যায়। পরে আবহাওয়া অনুকূলে এলে ঢাকায় অবতরণ করে যুবাদের বিমানটি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা যায়, গতকাল ভারতীয় সময় বিকাল ৩টা ৫৭ মিনিটে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যা বিকাল ৫টায় ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই সময় আবাহাওয়া বৈরী হলে বিমানটি কলকাতা ফিরে যায়।
উল্লেখ্য, অরুণাচলে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রবিবার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়