ফুটবল, ক্রিকেট বা বাস্কেটবলের প্রতি সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের আগ্রহটা ছিল বেশি। এখন অন্য খেলাতেও তারা আসছে। বিশেষ করে অলিম্পিক গেমসে জনপ্রিয় ইভেন্ট সাঁতারের দিকে মনোযোগী হয়ে পড়েছে বিত্তবান ঘরের ছেলেমেয়েরা। সাঁতার ফেডারেশনের সংবাদ সম্মেলনে এমনটিই জানানো হয়েছে। আজ থেকে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার পর্দা উঠবে। পাঁচটি গ্রুপে প্রতিযোগিতা অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ বয়স ভাগ করা হয়েছে। সাঁতারে ১০০ ও ডাইভিংয়ে চার ইভেন্টসহ ১ মিটার স্প্রিং বোর্ড, ৩ মিটার স্প্রিং বোর্ড, পাঁচ প্ল্যাটফর্মে ডাইভিং ও বালিকাদের ১ মিটার স্প্রিং বোর্ডসহ মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানান, ‘সাঁতারের প্রতি সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের আগ্রহটা বাড়ছে। যা সত্যিই আনন্দের। তা ছাড়া সাঁতার শেখার আগ্রহ বেড়েই চলেছে।’ তিনি বলেন, ‘আগামী জুলাইয়ে আন্তস্কুল প্রতিযোগিতার টার্গেট রয়েছে সাঁতার ফেডারেশনের। এখানে বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা অংশ নেবে। আমরা চাচ্ছি প্রতিটি বিভাগেই কার্যক্রম চালাতে। শুরুটা করব ঢাকা দিয়ে। এরপর পর্যায়ক্রমে অন্য জেলাতেও হবে।
আশা করছি, এখান থেকে ভালো মানের সাঁতারুর সন্ধান মিলবে।’