এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বেই ছিটকে যায় স্বাগতিক পাকিস্তান। গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকেও হারায় তারা। এ সময় ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেছিলেন, পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলের এতটাই খারাপ হাল যে, এই দলটির জন্য ভারতের ‘বি’ দলকে হারানোও কঠিন হবে। এর জবাবে এক টিভি চ্যানেলকে কিংবদন্তি ইনজামাম-উল-হক চটে গিয়ে বলেন, পরিসংখ্যান দেখুন। ৮০ ও ৯০-এর দশকে পাকিস্তানের কাছে নিয়মিত হারত ভারত। এসব বলে তিনি নিজের অবমূল্যায়ন করছেন। তার মুখ সামলে কথা বলা উচিত।