আশাজাগানিয়া তরুণ সাইফুল ইসলাম সুজন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রসায়নে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। গরিব শিক্ষার্থীদের বই নেই, ছিন্নমূলদের খাবার নেই, হাসপাতালের বেডে থাকা রোগীর রক্ত নেই, অসহায় মানুষের ঘর নেই, বৃক্ষরোপণের জন্য পরিবেশবান্ধব মানুষ নেই; এ পরিস্থিতিতে এগিয়ে যান তিনি। দীর্ঘ ১০ বছর ধরে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি কাজ করছেন। ছয় বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পুরাতন বই, গাইড সংগ্রহ করে বিতরণ করছেন। এই বইগুলো সংগ্রহের জন্য তিনি অনলাইন ও বাড়ি বাড়ি গিয়ে উদ্যোগ নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুমূর্ষু রোগীদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করে জীবন রক্ষার কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করছেন মেডিকেল ক্যাম্প, যেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়। রেলস্টেশন থাকা ছিন্নমূল ও এতিমখানায় থাকা শিশুদের জন্য খাবারসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করে থাকেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তিনি বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে সক্রিয়। বিভিন্ন স্থানে অসংখ্য বৃক্ষরোপণ করেছেন। ফান্ড রেইজিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত তিনটি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করেছেন। সাইফুল ইসলাম সুজন মানবিক এবং পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। সাইফুল ইসলাম সুজন জানান, তারুণ্যতা এক উদ্ভাবনী শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা- এটাকে মূলমন্ত্র করে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে আনন্দ পাই। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনই মূল লক্ষ্য।
শিরোনাম
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
আশাজাগানিয়া এক তরুণের পথচলা
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর