বাণিজ্যিকভাবে বর্ষাকালীন তরমুজ চাষ করে সফল হয়েছেন নেত্রকোনার কলেজ শিক্ষার্থী সারোয়ার আহমেদ সাইম। এলাকায় অসময়ে তরমুজের বাম্পার ফলনে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। কম খরচে অধিক লাভের এই রসালো ফল চাষে তিনগুণ লাভ দেখে আগ্রহী হচ্ছেন অন্যরাও। এতে করে ধানের বিকল্প হিসেবে রবিশস্য ফসলের আবাদ বাড়ছে। তেমনি কৃষিতে উদ্বুদ্ধ হচ্ছেন শিক্ষিত তরুণরাও। এতে কৃষি বিপ্লবের পাশাপাশি বেকারত্ব কমবে ও ঘুরবে অর্থনীতির চাকা- এমনটাই ভাবছেন কৃষি সংশ্লিষ্টরা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের কৃষক আলী উসমানের সঙ্গে গত দুই বছর ধরে কৃষিতে যুক্ত হয়েছেন একমাত্র ছেলে সারোয়ার আহমেদ সাইম। তিনি কেন্দুয়া সরকারি কলেজে ডিগ্রির দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবাকে সাহায্য করতে গিয়ে গ্রাম ছাড়িয়ে পুরো উপজেলায় তাক লাগিয়ে দিয়েছেন অসময়ে তরমুজ চাষ করে। অন্যান্য রবিশস্যের পাশাপাশি প্রায় চার একর জমিতে তিনি গত বছর সুগার কুইন নামের উচ্চফলনশীল তরমুজ চাষ করেন। ৫০ হাজার ৫০০ টাকা খরচ করে ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। ৩০ বছর ধরে কৃষিকাজ করা বাবাকেও অবাক করেছেন তিনি। কৃষি অফিসের সহায়তায় বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে পরীক্ষামূলক চাষের পর এখন তিনি সফল চাষি। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসছে রবিশস্যসহ লাভজনক এমন ফসল আবাদে। ধানের তুলনায় অনেক কম
সময়ে অর্থাৎ মাত্র ৭০ দিনে অধিক লাভজনক এই ফসল হয়। তাই অনেকে ধানের পাশাপাশি এখন রবিশস্যের মধ্যে তরমুজ চাষেও উদ্বুদ্ধ হচ্ছেন। এতে ধানের মৌসুম ছাড়াও সারা বছর শ্রমিক হিসেবে অনেকের কর্মসংস্থান হচ্ছে। সাইম জানান, বাবা কৃষক আলী উসমান ৩০ বছর ধরে কৃষি কাজ করেন। তাই তিনি ছোট থেকে কৃষি দেখেই বড় হয়েছেন। পড়াশোনার পাশাপাশি কৃষি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। এরপর বাবার সঙ্গে ১৫ বিঘা অর্থাৎ ৫০ কাঠা জমি লিজ নিয়ে রবিশস্য আবাদ করছেন। তার মধ্যে সুগার কুইন নামের তরমুজ চাষ করে ফলন ভালো পেয়েছেন। দামও পেয়েছেন তিনগুণ। এ বছর তিনি আশা করছেন আরও অনেক বেশি। গত বছর অধিক লাভবান হওয়ায় এবার ১২০ শতক জমিতে ৩ লাখ টাকা ব্যয়ে উচ্চফলনশীল বর্ষাকালীন এই তরমুজের চাষ করেছেন। আশা করছেন ১০ লাখ টাকায় বিক্রির। বাকি জমিতে রয়েছে বেগুন, দেশি লাউ, ঝিঙা, চাল কুমড়াসহ নানা জাতের সবজি। মালচিং পদ্ধতিতে জৈবসার বালাইনাশক দিয়ে আবাদে তার দেখাদেখি অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। চলতি বছর অতি বৃষ্টিতে কিছুটা ক্ষতির মুখে পড়লেও ভয়ের কোনো কারণ নেই বলেন জানান তিনি। কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, ‘শিক্ষিত তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়াতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। পাশাপাশি নতুন ফসল চাষেও তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
বর্ষাকালীন তরমুজ চাষে কলেজ শিক্ষার্থীর সাফল্য
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর