মালয়েশিয়ার জোহর প্রদেশের পেকান নানাস ক্যাম্পে বন্দী থাকা এক বাংলাদেশির পরিচয় জানার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় জানতে চায় হাইকমিশন।
ছবিসহ প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়ে, মালয়েশিয়ার জোহর প্রদেশের ক্যাম্পে বন্দী থাকা ওই ব্যক্তি অসুস্থতার কারণে কিছু বলতে কিংবা লিখতে পারেছেন না। বাংলাদেশি হিসেবে নথিভুক্ত ওই ব্যক্তির সাজা শেষ হলেও নাম-পরিচয় জানতে না পারায় দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না।
কেউ পরিচয় জানলে হাইকমিশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/জুনাইদ