আস্থা রাখো-
চোখের জ্বলন্ত আগুনের কোনো
উর্বর ভাষা নেই, মৃত সে স্নিগ্ধের ফাঁদে
শুকনো ঘাসকে ছেড়ে যায় বর্বর প্রাণ
দুরূহ গল্পের পুনরুত্থান
মৃত্যুকে বরফ করতে কোনো সাহস
জোগাবে না যদি জানো-
আকাশে তোমার গাত্রবর্ণ রচেদাও
বিষভরা প্রার্থনা তোমাকে ছোঁবে না
তোমার পালকে পৌঁছে যাবে
রাত্রিক-কান্নার রহস্য উত্থান
চরণ শোভিতে আসবে না মিথের-চারণ
নতুবা ভারাক্রান্ত হবে তোমার শূন্যপরিত্রাণ