আমার এক ছোট ভাই বলল, ‘আমার আছে জল’ সিনেমাটা যতবার দেখি, ততবারই মনে হয়, এ ধরনের একটা সিনেমা আমিও বানাতে পারি। নাম কী দেব জানেন? নাম দেব ‘আমার আছে ইস্যু’। ভালো হবে না? মানুষ দেখবে না? আমি বললাম, না, দেখবে না। কেন দেখবে? যদি শুধু তোর কাছে ইস্যু থাকত আর কারও কাছে না থাকত, তাহলে হয়তো দেখত। এখন তো সবার কাছেই ইস্যু আছে। এত ইস্যুর ভিড়ে তোর ইস্যুর বাড়তি কোনো ভ্যালু আছে? ছোট ভাই এবার হতাশ হয়ে বলল, আমাদের চারপাশে এত ইস্যু কেন? আমি বললাম, একটা সময় আমরা গর্ব করে বলতাম, আমাদের পূর্বপুরুষদের গোলাভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল। কিন্তু সবই তো ছিল আর ছিল। মানে সবই অতীত। তাহলে বর্তমানে কি কিছুই নেই? আছে। সেটা হচ্ছে ইস্যু। অতএব আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারবে, আমাদের পূর্বপুরুষদের গোলাভরা ইস্যু ছিল, পুকুরভরা ইস্যু ছিল। কি বলতে পারবে না? ছোট ভাই আমার প্রশ্নে খানিকটা বিরক্ত হলো। তাই বলে প্রশ্ন করা বন্ধ করল না। বলল, চীন বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, এরা হচ্ছে প্রযুক্তিপ্রধান দেশ। আর বাংলাদেশ একসময় ছিল কৃষিপ্রধান দেশ। অথচ এখন... আমি ছোট ভাইকে কথা শেষ করার সুযোগ না দিয়ে বললাম, মনে হচ্ছে ইস্যু প্রধান দেশ। যদিও এসব ইস্যুর কোনো বাজারমূল্য নেই। এই একটা সমস্যা। ছোট ভাই বলল, এ সমস্যার সমাধান দরকার। কারণ, এই যে ইস্যুর পর ইস্যু আসছে, আমরা সেই ইস্যু নিয়ে বিস্তর মাতামাতি করছি, ক্ষেত্রবিশেষে হাতাহাতি করছি, এ যন্ত্রণা আর মানা যাচ্ছে না। একটা সুরাহা দরকার। আমি বললাম, এখন যদি ইস্যু সামনে আসা বন্ধ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে নতুন একটা ইস্যু। অর্থাৎ ইস্যু কেন আসছে না, এই টেনশনে সবাই বিস্তর আলোচনা করবে। তখন এটাই হয়ে যাবে গরম ইস্যু। মোটকথা, ইস্যু থাকলে তো কোনো কথাই নেই, ইস্যু না থাকলেও সেখানে একটা ইস্যু গজিয়ে যাবে ব্যাঙের ছাতার মতো। ছোট ভাই বলল, একটা গল্প মনে পড়ে গেল। এক চোর নাকি এমনিতে সারা এলাকায় চুরি করে বেড়ায়। কিন্তু হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ায় তার চুরি বন্ধ হয়ে গেল। কিন্তু এত বছরের পুরনো অভ্যাস কি আর দূর করা যায়? সে তখন করল কী, নিজের ঘরেই শুরু করল চুরি। এক ঘরের জিনিস আরেক ঘরে নেয়, আরেক ঘরের জিনিস আরেক ঘরে। এখন এ অবস্থার ভিতর আছি। ইস্যু না থাকলেও আমরা এখানকার ইস্যু সেখানে নিই, সেখানকার ইস্যু এখানে আনি। তারপর মোটামুটি নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে ফেলি। আমি বললাম, তুই উদাহরণ দিতে গিয়ে যে গল্পটা বললি, সেটা খুবই পুরনো। নতুন কিছু থাকলে বল। ছোট ভাই পুনরায় হতাশ এবং বিরক্ত হলো। আমি তার হতাশা এবং বিরক্তি বাড়িয়ে দেওয়ার জন্য বললাম, ফেসবুকটা বন্ধ করে দিতে হবে। ফেসবুকটা বন্ধ করে দিলে হবে কী, ইস্যু উৎপাদনটা বন্ধ থাকবে। ছোট ভাই বলল, মাথা কোথায় রেখে ঘুমান ভাই? বালিশের ওপরে নাকি নিচে? আমি অবাক হয়ে বললাম, কেন? ছোট ভাই বলল, এখন যদি ফেসবুক বন্ধ করে দেওয়া হয়, তাহলে সব মিডিয়ায়, সব জায়গায় হেডলাইন হয়ে যাবে ‘হঠাৎ ফেসবুক বন্ধ’। তার মানে নতুন ইস্যু। আমি চিন্তা করে দেখলাম, কথা ঠিক। আর বললাম, তাহলে উপায়? ছোট ভাই বলল, বিষে বিষক্ষয়। যদি একটা ইস্যুকে ধামাচাপা দিতে চান, তাহলে আরেকটা ইস্যু খোঁজেন। দ্রুত খুঁজতে হবে কিন্তু।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
আজকাল ইস্যুসমগ্র
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর