মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসতে যাচ্ছে বর্ণাঢ্য আয়োজন ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক ঐক্য ২০২৫’। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক গৌরবকে তুলে ধরতেই এই আয়োজনে এগিয়ে এসেছে গ্লোবাল স্টুডেন্ট অ্যালায়েন্স মালয়েশিয়া (GSAAM)। এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।
মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন শুধু বিনোদন নয়, মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, মানবতা, সাম্য, ন্যায় এবং বিশ্বশান্তির বার্তা তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, নেতৃত্ব ও সহমর্মিতার চেতনায় অনুপ্রাণিত করতেও এই মেলার আয়োজন।
প্রেস ব্রিফিংয়ে সাইবারজায়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক এডভোকেট সুবর্ণা আখতার, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার শিক্ষার্থী রেজুয়ানা বিনতে রেজা স্বর্ণা, সৌরভ তফাদার, মো. হাফিজ, এবং ইউসিএমআই-এর এরতাসনিয়া জামানসহ একাধিক বক্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, প্রদর্শনী ও প্রবাসী তরুণদের অংশগ্রহণে দেশীয় ঐতিহ্যবাহী উপস্থাপনাগুলো। আয়োজনটিকে সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত সহযোগিতার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/মুসা