নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে গ্রিসে প্রবাসী নোয়াখালীবাসী এক আলোচনা সভার আয়োজন করেন। গতকাল রবিবার স্থানীয় সময় রাত ৮টায় গ্রিসের রাজধানী এথেন্সের ওমোনিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী সমিতি ইন গ্রিস এ সভার আয়োজন করে।
সমিতির সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে ও মাসুদ হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ কামরুল ইসলাম, এ কে এম ইকবাল, নুর আহমেদ, মাসুদ পাটোয়ারী, পেয়ার আহমেদ, মোহাম্মদ ইউসুফ, শাহজামাল রুবেল, সামসু সরকার, আতাউল গনি সুমন, আব্দুল আল মামুন, মোল্লা মো. সোহাগ, শামসুদ্দিন রিপন, মো. মনির হোসেন, মিজানুর রহমান সজিব ও বাবুল পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ গঠন দীর্ঘদিনের দাবিতে পরিণত হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়ন আরও গতি পাবে।
তাঁরা আরও বলেন, প্রবাসে থেকেও নোয়াখালীবাসী সব সময় দেশের উন্নয়ন, জনস্বার্থ ও সাংস্কৃতিক ঐক্যের পক্ষে কাজ করে যাচ্ছে।
আলোচনা চলাকালে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
বিডি প্রতিদিন/হিমেল