আগামী ২৫ অক্টোবর কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী। এ উপলক্ষে সেলেস্টিয়া প্রোডাকশন হাউজে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সেলেস্টিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আখতার, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, নৃত্যশিল্পী মৌ ইসলাম, রম্য লেখক বায়াজিদ গালিব এবং শিল্পী জেরিন তাজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বায়াজিদ গালিব। তিনি বলেন, ‘জেরিন তাজ তাঁর শিল্পী জীবনে যে সাফল্য অর্জন করেছেন তা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, তাঁর এই প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করবে এবং দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।’
শিল্পী জেরিন তাজ জানান, বিশ্ব আর্টিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে ৩০টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হবে। তাঁর চিত্রগুলোতে বাংলাদেশ ও কানাডার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটে উঠবে।
সেলেস্টিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আখতার বলেন, ‘এই আয়োজনটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। জেরিন তাজের মতো প্রতিভাবান শিল্পীর প্রদর্শনী আয়োজন করতে পারা আমাদের প্রডাকশন হাউজের জন্য একটি সম্মানজনক অর্জন।’
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘জেরিন তাজ ক্যালগেরিতে শিশুদের মাঝে চিত্রাঙ্কন শিক্ষা দিয়ে যে আলোর পরশ ছড়িয়ে দিচ্ছেন, তা দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করেছে।’
ইঞ্জিনিয়ার জাহিদুল আলম এই প্রদর্শনীকে জেরিন তাজের শিল্পজীবনের একটি ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।
সম্মেলনের শেষাংশে ক্যালগেরির বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ ইসলাম বলেন, ‘এই প্রদর্শনী ক্যালগেরির সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে। আমি সকল নাগরিককে এই আয়োজন উপভোগের জন্য আমন্ত্রণ জানাই।’
শিল্পী জেরিন তাজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ ও ক্যালগেরির নানা অনুষঙ্গ নিয়ে গঠিত আমার চিত্রকর্মগুলো দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
বিডি প্রতিদিন/জামশেদ