মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু করা হয়েছে।
সোমবার হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা নতুন এ সেবার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে সেন্টারে দুইটি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। রোগীর চাহিদা বিবেচনায় খুব শিগগিরই বেড সংখ্যা বাড়িয়ে ১০-এ উন্নীত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আফরোজা খানম রিতা বলেন, ‘মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। কিডনি রোগীদের ঢাকায় গিয়ে ডায়ালাইসিস করাতে সময় ও অর্থ—উভয় ক্ষেত্রেই ভোগান্তিতে পড়তে হতো। নতুন এই ডায়ালাইসিস সেবা চালুর ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।’
বিডি-প্রতিদিন/সুজন