দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন এবং গোলরক্ষক মাইক মিয়াঁর অসাধারণ নৈপুণ্যে নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে সেরি আ’য় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এসি মিলান। সান সিরোয় রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১–০ গোলের জয় পায় রসোনেরিরা।
প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও বিরতির পর ছন্দ ফিরে পায় এসি মিলান। ৫৪তম মিনিটে আলেক্সিসের নিচু শট ইন্টার গোলরক্ষক ইয়ান সমার ঠেকিয়ে দিলে রিবাউন্ড বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ক্রিস্টিয়ান পুলিসিক।
৭৪তম মিনিটে ম্যাচে ফিরতে সুবর্ণ সুযোগ পায় ইন্টার মিলান। বক্সে মার্কাস থুরামকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। কিন্তু হাকান কালহানোগলুর নেওয়া স্পট কিক ঝাঁপিয়ে দারুণভাবে রুখে দেন গোলরক্ষক মিয়াঁ। এই সেভই ম্যাচের ভাগ্য বদলে দেয়।
বল দখল ও আক্রমণে প্রথমার্ধে এগিয়ে ছিল ইন্টার। ১০টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। মার্কাস থুরামের হেড এবং লাউতারো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন মিয়াঁ।
অপরদিকে, এসি মিলানের চারটি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।
এই জয়ে লিগ টেবিলে পাঁচ নম্বর থেকে দুইয়ে উঠে এসেছে এসি মিলান। ১২ ম্যাচে ৭ জয়, ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। সমান পয়েন্ট নিয়ে নাপোলি আছে তিনে।
অপরদিকে, মৌসুমের চতুর্থ হার দিয়ে এক ধাপ পিছিয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ইন্টার মিলান। শীর্ষে থাকা রোমার পয়েন্ট ২৭।
বিডি প্রতিদিন/মুসা