সিডনির পাঞ্জবোলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠান। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানের শুরুতে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করা হয়। আয়োজকরা জানান, প্রবাস জীবনের ক্লান্তি দূর করে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।
সন্ধ্যার পুরো আয়োজন জুড়ে ছিল আড্ডা, হাসি-আনন্দ ও স্মৃতিচারণ। উপস্থিতদের জন্য পরিবেশন করা হয় বাঙালি ঐতিহ্যবাহী নানা ধরনের সুস্বাদু খাবার।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজন করেন আবুল কালাম আজাদ ও লিপি আক্তার। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ