বাংলাদেশ নারী ফুটবল দলের এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬ এ প্রথমবারের মতো অংশগ্রহণের মাধ্যমে ইতিহাস গড়ার অপেক্ষায়।
এবার এই মাহেন্দ্রক্ষণে সরাসরি গ্যালারিতে বসে “বেঙ্গল টাইগ্রেস”দের সাহসী লড়াই দেখার সুযোগ করে দিচ্ছে আয়োজকরা। শুরু হয়েছে ‘Follow Your Team’ টিকিট প্যাকের বিক্রি, যা বাংলাদেশের তিনটি গ্রুপ পর্বের ম্যাচের জন্য উপলব্ধ।
বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার দুটি শহরে — সিডনি ও পার্থে।
• বাংলাদেশ বনাম চায়না পিআর: মঙ্গলবার, ৩ মার্চ, সন্ধ্যা ৭টা (AEST), ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বাংলাদেশ বনাম ডিপিআর কোরিয়া: শুক্রবার, ৬ মার্চ, দুপুর ১টা (AEST), ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম
• বাংলাদেশ বনাম উজবেকিস্তান: সোমবার, ৯ মার্চ, বিকেল ৫টা (WST), পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম
প্রতিযোগিতায় একমাত্র নতুন দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, যারা একটি নিখুঁত বাছাই পর্ব শেষে প্রধান পর্বে জায়গা করে নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন চায়না পিআরের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ যাত্রা।
টিকিট প্যাকের ধরন:
• ২-ম্যাচ প্যাক: শুধুমাত্র সিডনির ম্যাচের জন্য
• ৩-ম্যাচ প্যাক: সিডনি ও পার্থ উভয় শহরের ম্যাচের জন্য
প্যাকের মাধ্যমে বাংলাদেশি ফ্যানদের জন্য নির্ধারিত ফ্যান বেতে বসার সুযোগ থাকছে, পাশাপাশি প্রিমিয়াম সিটে আপগ্রেড করারও অপশন আছে। এছাড়াও, যেসব ভক্ত এখন প্যাক কিনবেন, তারা ভবিষ্যতে ফাইনালের টিকিট কেনার অগ্রাধিকার সুবিধা পাবেন। শিগগিরই একক ম্যাচের টিকিটও উন্মুক্ত হবে। বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি মাইলফলক। মাঠে বসে সরাসরি ইতিহাসের সাক্ষী হতে চাইলে এখনই টিকিট নিশ্চিত করে ফেলুন।
টিকিট কিনতে ভিজিট করুন:
www.ticketmaster.com.au/womensasiancup2026/bangladesh-tickets
প্রায়োরিটি অ্যাক্সেসের জন্য নিবন্ধন করুন:
Priority Ticket Access Registration
https://www.womensasiancup2026.com.au/register
বিডি প্রতিদিন/নাজিম