মালয়েশিয়ার জোহর প্রদেশে শুক্রবার রাতে অপর এক সড়ক দুর্ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এর আগে একইদিনে শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে জোহর রাজ্যের মুয়ারের পারিত সালাম পারিত ইউসুফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাংলাদেশি নাগরিক বাইসাইকেল নিয়ে মুয়ারের পারিত ইউসুফ থেকে উল্টো পথে বুকিত মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি তাদের বাইসাইকেলে ধাক্কা দিলে তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে দুজনের মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগে।
পুলিশ আরও জানিয়েছে, আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনকে মুয়ারের সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। অপরজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়ি ও চালককে খুঁজছে। তারা জনগণের কাছে আবেদন জানিয়েছে, যদি কারো কাছে এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে তারা যেন দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করে।
এদিকে, এর আগে শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এক দুর্ঘটনায় মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) নামে তিন বাংলাদেশি নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই বাংলাদেশি।
বিডি প্রতিদিন/এএম