অস্ট্রেলিয়ার সিডনির লিভারপুল এলাকার কার্ন্স হিলে অবস্থিত মাইকেল ক্লার্ক রিক্রিয়েশন সেন্টারে গত ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হলো ঈদুল আজহা উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ মেলা।
প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন ‘অসি বাংলা সিস্টারহুড’ এর আয়োজনে এই মেলা রূপ নেয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে, যেখানে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান আয়োজন ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুখর এই মেলায় ছিল ৬৫টিরও বেশি স্টল, যার বেশিরভাগই পরিচালিত হয় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের মাধ্যমে। দেশীয় পোশাক, হস্তশিল্প, গহনা, মেহেদি আর নানা প্রকার সুস্বাদু খাবারের পসরা নিয়ে স্টলগুলো পরিণত হয় ঈদের কেনাকাটার জমজমাট কেন্দ্রে।
শিশুদের আনন্দের জন্য ছিল বিশেষ আয়োজন, যেমন ফেস পেইন্টিং ও আকর্ষণীয় খেলনা স্টল। যা মেলাকে পরিণত করে একটি পারিবারিক বিনোদন কেন্দ্রে।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস। তিনি স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অংশগ্রহণকারীরা মেলার নিখুঁত ব্যবস্থাপনা ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
শুধু নিউ সাউথ ওয়েলস থেকেই নয়, অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট থেকেও অনেকে অংশ নেন এই আয়োজনে। এটি পরিণত হয় এক বৃহৎ সামাজিক মিলনমেলায়, যেখানে প্রবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন একে অপরের সঙ্গে। দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, প্রিয়জনের সান্নিধ্য—সব মিলিয়ে যেন এক টুকরো বাংলাদেশ উঠে আসে সিডনির মাটিতে।
মেলার সবচেয়ে ব্যতিক্রমী আকর্ষণ ছিল একটি কন্টেস্ট, যেখানে বিজয়ী পুরস্কার হিসেবে পান একটি ছাগল! এই ব্যতিক্রমী আয়োজন উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও হাস্যরসের জন্ম দেয়।
এই ঈদ মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি, ঐক্য ও উৎসব উদযাপনের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। সিডনির বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় দিন।
বিডি প্রতিদিন/মুসা