না ফেরার দেশে পাড়ি জমালেন মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত বিন্তাং এর জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট "ভিআইপি পিঠাঘর"র স্বত্ত্বাধিকারি ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৬০) ।
আজ দুপুর মালয়েশিয়া সময় ১২টা ৩০মিনিটে কুয়ালামপুরের টংসিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হৃদরোগ আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় টংসিং হাসপাতালে ভর্তি করানো হয় এবং কিছুটা সুস্থ্য হলে গতকাল রাতে তার অপারেশন সম্পন্ন হয়। আজ ১২টা ৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান স্বল্প সময়ে সকলের মাঝে জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যবসায়ী।
তার মৃত্যু সংবাদে বাংলাদেশ কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/এএ