সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী পালিত হলো মালয়েশিয়ায়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। সেই আবির্ভাব তিথি আজ শনিবার শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
দিনটি উপলক্ষে কুয়ালালামপুরের কেলাংলামা শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আবার মন্দিরেই শেষ হয়।
এতে বাংলাদেশ ও কলকাতার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ প্রায় ৫ শতাধিক ভক্ত অংশ নেন। বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ।
বিডি প্রতিদিন/আশিক