‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ব্যয় বিষয়ে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে পাঁচ সদস্যের কমিটি করেছে সরকার। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে। কমিটির সদস্য বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি স্থপতি ডা. আবু সাঈদ মোশতাক আহমেদ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একজন প্রতিনিধি।
মন্ত্রণালয় জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ঢাকার মিরপুর সেকশন-১৪-তে এ প্রকল্পটি হবে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ব্যয় যথাযথ পদ্ধতি অনুসরণ করে ও সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কি না সে বিষয়ে মতামত প্রদান। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ নিয়ে অনিয়মের তথ্য প্রকাশ পায় গণমাধ্যমে। বাড়তি ব্যয়ের প্রস্তাব এবং তাতে দুর্নীতির অভিযোগ নিয়ে রবিবার প্রকল্পটির অনুমোদন না দিয়ে ফিরিয়ে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। জুলাই আবাসন প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৭৬১ কোটি ১৬ লাখ টাকা। চলতি জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল।