রাশিয়া-ইরান বুধবার ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোসাটম একে কৌশলগত প্রকল্প হিসেবে বর্ণনা করেছে।
মস্কোয় আয়োজিত এক বৈঠকে চুক্তিটি স্বাক্ষর হয়। রাশিয়ার পক্ষ থেকে রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ এবং ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা মোহাম্মদ ইসলামি চুক্তিতে স্বাক্ষর করেন।
এই পদক্ষেপ ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ইরানের পারমাণবিক প্রধান এবং দেশটির উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ ইসলামি চলতি সপ্তাহের শুরুতে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ২০৪০ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য তেহরান মোট আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে ইরান শুধু একটি কর্মক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে। যা দেশটির দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত। এই কেন্দ্রটিও রাশিয়া নির্মাণ করে দিয়েছে। এর উৎপাদন ক্ষমতা প্রায় ১ গিগাওয়াট। বিশেষ করে বিদ্যুতের চাহিদা বাড়ার মাসগুলোতে বিদ্যুৎ ঘাটতিতে ভোগা ইরানের জন্য এই নতুন চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিডি প্রতিদিন/নাজমুল