২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আবদুল হামিদ ও রাহাত উল্লাহ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ মুখের গোলচত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা ট্রাফিক বিভাগ জানায়, বিকাল সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ মুখের গোলচত্বরে ট্রাফিক বিভাগের নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।
মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় পেছনে বসা মোটরসাইকেল আরোহী আবদুল হামিদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ট্রাফিক সূত্র আরও জানায়, সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে মোটরসাইকেল তল্লাশি জোরদার করা হয়েছে। এ ছাড়া কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে।