টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূর্জা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূর্জা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন, পূর্জা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমল ব্যানার্জি প্রমুখ। এসময় জেলার সকল উপজেলার পূর্জা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত বছরের চেয়ে এ বছর পূর্জা মণ্ডপের সংখ্যা বেড়েছে। মন্ডবের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সার্বক্ষণিক কাজ করবে৷ প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়। এছাড়া নিদিষ্ট সময়ে প্রতিমা বিসর্জ্জনের জন্য আহবান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম