যুদ্ধ, দারিদ্র এবং জলবায়ু পরিবর্তনের ভয়ংকর এক আগ্রাসী তৎপরতা প্রতিরোধে সদস্য রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবানে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করলেন সংস্থাটির নতুন সভাপতি এ্যানালিনা বেরবোক।
জাতিসংঘের ১৯৪৫ সালের সনদ অনুযায়ী সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে এ্যানালিনা শপথ গ্রহণের সময় সকলের প্রতি বিরাজিত চ্যালেঞ্জসমূহ সম্মিলিতভাবে সাহসের সাথে মোকাবেলার আহবানও জানিয়েছেন। জার্মানির সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ্যানালিনা বলেন, এবারের অধিবেশনটিকে স্বাভাবিক অথবা গতানুগতিক ভাবার অবকাশ নেই। এটি হচ্ছে মানবতার কল্যাণে অবদান রাখার বিশেষ একটি অঙ্গীকার গ্রহণের অধিবেশন-যে সংকল্পে প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ।
এ্যানালিনা হলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের পঞ্চম মহিলা সভাপতি। ‘আরো ভালোর জন্যে ঐক্য : ৮০ বছর এবং অধিকতর শান্তি, উন্নয়ন এবং মানবাধিকার’র মন্ত্রে এবারের অধিবেশনে বিশ্বনেতাদের বক্তব্য উপস্থাপনের মূল পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর এবং তা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা/রাজা-রানীরা নিজ বক্তব্য উপস্থাপনের পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে সেমিনার/সিম্পোজিয়ামেও অংশ নেবেন।
জাতিসংঘ চলতি সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টের দফতর থেকে জানা গেছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিশ্বশান্তির অভিপ্রায়ে সাইড-ইভেন্টেও কথা বলবেন, অভিজ্ঞতার আলোকে করণীয় উপস্থাপন করবেন। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের নিউইয়র্কে আসার কথা ২২ সেপ্টেম্বর।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই জাতিসংঘের চলতি অধিবেশনের উদ্বোধনের সময়েই ইসরায়েল কর্তৃক কাতারে হামলার ঘটনা জাতিসংঘকেও নয়া এক জটিল পরিস্থিতিতে নিপতিত করেছে এবং ৮০তম অধিবেশনের গতি-প্রকৃতিতেও এর প্রভাব পড়বে বলে সিনিয়র কূটনীতিকরা মনে করছেন। এদিকে ইঙ্গিত করে সভাপতি এ্যানালিনা বেরবোক বলেন, আমাদের বিশ্ব নিদারুন এক কষ্টে জর্জরিত। কিন্তু আপনারা কী ভাবতে পারেন, এহেন অবস্থায় জাতিসংঘ যদি নির্লিপ্ত থাকে তাহলে কষ্টের এই পরিধি কতটা তীব্র হবে? সদস্য রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান জানিয়ে সভাপতি এ্যানালিনা বলেন, একুশ শতকের উপযোগী বিশ্ব রচনায় গতবছরের অধিবেশনে গৃহিত সিদ্ধান্তসমূহকে যথাযথভাবে বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে। সকলকে সমস্বরে আওয়াজ উঠাতে হবে দ্বিধাহীন চিত্তে-যাতে বিরাজমান সমস্যা-সংকটের অবসানে আমরা সক্ষম হতে পারি। সমাজ তথা রাষ্টুসমূহকে প্রত্যাশিত শান্তি-সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এবারের অধিবেশনের গুরুত্ব অপরিসীম বলেও মন্তব্য করেছেন এ্যানালিনা।
বিডি প্রতিদিন/নাজমুল